নিজস্ব সংবাদদাতা: বিয়ের পর অভিনয় থেকে ১৪ বছরের বিরতি। কিছুদিন হল ছোটপর্দায় ফিরেছেন। 'মহাপীঠ তারাপীঠ', 'গুড্ডি'র পর এবার জি বাংলার 'অষ্টমী' ধারাবাহিকে অভিনয় করছেন প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তীর মেয়ে বিদিশা চক্রবর্তী। তিনি যে বিদীপ্তা চক্রবর্তীর বোন এবং সুদীপ্তা চক্রবর্তীর দিদি- এ তথ্য অবশ্য অনেকেরই অজানা।

একসময় একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও মাঝে প্রায় ১৪ বছরের বিরতি নিয়েছিলেন। 'বহ্নিশিখা' ধারাবাহিক করার মাঝপথেই অভিনয় ছেড়ে, এমনকি শহর ছেড়ে অন্য শহরে নতুন সংসার পাতেন বিদিশা। ২০১৯ এ বাবা বিপ্লবকেতন চক্রবর্তীর মৃত্যুর ছ'মাসের মধ্যেই স্টার জলসার 'মহাপীঠ তারাপীঠ' দিয়ে কামব্যাক। এরপর একাধিক কাজ করে গেলেও প্রচারের আলোয় তেমনভাবে কখনওই আসেননি।

এই মুহূর্তে 'অষ্টমী' ধারাবাহিকে উজ্জয়িনীর মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে অনেকেই জানেন না তাঁর আসল পরিচয়। অবশ্য নিজেও কখনও তা খুব একটা জানাতে চাননি তিনি।
একসময়ে মঞ্চে একাধিক দুর্দান্ত কাজ, 'এক আকাশের নীচে'র মত ধারাবাহিকে কাজ করলেও দুই বোনের মত পরিচিতি পাননি বিদিশা। যদিও তা নিয়ে আক্ষেপ নেই মোটেই। স্বামী এবং মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করার পাশাপাশি আবার নিজের ভালোলাগার জগতে ফিরে এসেছেন বিদিশা।

অবশ্য শুধুই অভিনয় নয়, টলিউডে কোরিওগ্রাফিও করেছেন বিদিশা। করেছেন সঞ্চালনাও। অভিনয়ের পাশাপাশি সমানতালে আজও চালিয়ে যাচ্ছেন নাচ। নিজের নাচের স্কুলও চালিয়ে যাচ্ছেন। তবে আপাতত 'অষ্টমী' ধারাবাহিকেই দর্শকেরা নিয়মিত দেখতে পাচ্ছেন তাঁকে।